ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জন্য ধাপে ধাপে অর্থের পরিমাণ বাড়িয়ে এখন ১৮০ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের এই ফাইনাল প্রস্তাবে পিএসজির সাথে সমঝোতার সম্ভাবনা এখন তুঙ্গে, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
এবারের ট্রান্সফার উইন্ডোকে নেহাতই একটি দলবদলের মৌসুম আর কোনোভাবেই মনে হচ্ছে না ফুটবলপ্রেমীদের। এই ট্রান্সফার উইন্ডোর পর থেকে মেসি খেলবেন রামোসের সাথে, পেপ গার্দিওলার অধীনে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো খেলবেন ম্যানচেস্টারের আকাশী নীল জার্সিতে। ফুটবল দুনিয়া স্বাভাবিকভাবেই আর আগের মত থাকবে না। নতুন দল, নতুন তারকার সাথে খাপ খাওয়ানোর জন্য যুদ্ধরত ফ্যানবেইজ দেখে মনে হতেই পারে, ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে এই ট্রান্সফার উইন্ডো থেকে।
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে প্রায় চলে যাওয়ার খবর মেসি-রোনালদোদের উপাখ্যানের মতো এতোটা অপ্রত্যাশিত নয়। রিয়ালই তার লক্ষ্য, অনেকবার জানিয়েছেন এমবাপ্পে। তাকে পাবার জন্য রিয়ালের আগ্রহের কথাও ফুটবলপ্রেমীরা জানে বছর তিনেক যাবৎ।
দিন দুয়েক আগে ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাব থেকে ১৬০ মিলিয়ন ইউরো প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে পিএসজি। তাদের বক্তব্য ছিল, এমবাপ্পেকে যে অর্থ দিয়ে তারা এনেছিল তার চেয়ে বেশি দাম না পেলে ফরাসি তারকাকে কোনোভাবেই ছাড়বে না তারা। ২০০ মিলিয়নের ইউরোর কথাও বলেছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। অবশেষে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাবেই সমঝোতা হয়ে যাবে বলে জানিয়েছে মার্কাসহ স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম।
Leave a reply