নওগাঁয় আব্দুল জলিলের মৃত্যু বার্ষিকী পালিত

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক বাণিজ্য মন্ত্রী মো: আব্দুল জলিলের পঞ্চম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ( ৬ মার্চ) দুপুরে এ উপলক্ষে আব্দুল জলিলে গ্রামের বাড়ী নওগাঁ শহরের চকপ্রাণে কবর জিয়ারত ও মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচীর আয়োজন করে।
সকালে শুরুতেই মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
এছাড়া আব্দুল জলিলের বড় ছেলে ব্যরিস্টার নিজাম উদ্দিন জলিল ও আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
পরে দলীয় কার্যালয়ের সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা রক্তদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply