
ক্রিস কেয়ার্নস। ছবি: সংগৃহীত
জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশনের সময় স্ট্রোক করেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। মেরুদন্ডে প্রভাব পড়ায় প্যারালাইজড হয়ে গেছে তার পা।
৫১ বছর বয়সী কেয়ার্নসের বর্তমান অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যারন লয়েড। কেয়ার্নস এখন ক্যানবেরায় নিজের বাসায় আছেন। তার সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার এক হাসপাতালে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।
এরই মাঝে কেয়ার্নস ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের ভক্তকুল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। এর আগে ১৯৮৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে কেয়ার্নস খেলেছেন ৬২টি টেস্ট, ২১৫টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ।



Leave a reply