ভেনিজুয়েলায় প্রবল বন্যা ও ভূমিধসে নিহত কমপক্ষে ২০

|

ছবি: সংগৃহীত

প্রবল বন্যা ও ভূমিধসে ভেনিজুয়েলার মেরিদা প্রদেশে কমপক্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে এখনও নিখোঁজ ১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে সৃষ্টি হয় এ ভয়াবহ পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২শ’ ঘরবাড়ি। ভেঙে গেছে রাস্তাঘাট ও ব্রিজ। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।

প্রশাসন বলছে, প্রদেশটির অন্তত ৫৫ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। তাণ্ডবের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এদিকে, দুর্যোগকবলিত মেরিদার নয়টি এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply