রাজধানীর করোনা হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ

|

রাজধানীর করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ এখন নিম্নমুখী। আগের তুলনায় করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার কমেছে, তুলনায় বেড়েছে হাসপাতাল থেকে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও।

এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণের হার কিছুটা কমেছে। ঢাকার বাইরের রোগীর চাপও তেমন নেই। বেডের সংকট ও আইসিইউ’র জন্য হাহাকারও কমেছে। করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেয়ার তাগিদ দেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি না মানলে আবারও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ভর্তি এবং ছাড়ের হিসেবে প্রতিদিন অন্তত দশটি সিট ফাঁকা হচ্ছে। হাসপাতালে ভর্তি ও ছাড়ের গ্রাফের দিকে তাকালে দেখা যাবে ধীরে ধীরে হলেও করোনার প্রকোপ কমছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply