প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগায় জিদান

|

রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। চলতি মৌসুমের জন্য স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল এজেন্সি অ্যান্থেম স্পোর্টস।

আপাতত মূল দলে খেলছেন না জিদান। তবে দলের সাথে থেকে দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি। চুক্তির আগে ক্লাবটির একাডেমিতে ২ মাস ছিলেন জিদান। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত হন ক্লাব রায়ো ভায়েকানোর জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জিদান প্রকাশ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ইচ্ছা। এর আগে ২০১২ সালে পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে তিনি পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলে খেলেছেন ২০ বছর বয়সী জিদান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply