আশুলিয়ায় বাথরুমের ড্রাম থেকে গলিত লাশ উদ্ধার

|

সাভার প্রতিনিধি:

আশুলিয়ার জামগড়া এলাকায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল রোড এলাকার ইদ্রিস কাজীর মালিকানাধীন কাজী মার্কেটের ৪ তলা ভবনের ৩য় তলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই ভবনের ৩য় তলার ১৭ নাম্বার তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকলে ভাড়াটিয়ারা বাড়ির মালিককে জানায়। পরে বাড়ির মালিকের ছেলে ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ওই কক্ষের বাথরুমের মধ্যে রাখা একটি ড্রামের ভেতর থেকে বস্তাবন্দি গলিত লাশটি উদ্ধার করে।

প্রতিবেশীরা জানায়, আনোয়ার নামের এক ব্যক্তি ৭/৮ মাস ধরে কক্ষটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। পরে ২/৩ মাস আগে থেকে সেখানে আরও চার জন যুবক থাকতে শুরু করে। দুই সপ্তাহ আগে ওই কক্ষ তালাবদ্ধ রেখে সবাই চলে যায়। কয়েকদিন ধরে ওই রুম থেকে দুগন্ধ বের হতে থাকলে বিষয়টি বাড়িওয়ালার ছেলেকে জানানো হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. কাজী নাসের বলেন, মরদেহটি পচে কঙ্কাল বের হয়ে গেছে। নিহেতর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply