বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ৪ মণ ওজনের বিরল প্রজাতির মার্লিন মাছ

|

বিরল প্রজাতির মার্লিন মাছ। ছবি: সংগৃহীত

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের মার্লিন মাছ। মহিপুরে আনিস মাঝির জালে মাছটি বৃহস্পতিবার রাতে ধরা পড়ে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মাছটি মহিপুর মৎস্যবন্দরে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।

স্থানীয় জেল ও মাঝিদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুটি মাছধরা ট্রলারে বঙ্গোপসাগরে ১৫টি মার্লিন মাছ ধরা পড়ে। এ জাতীয় মাছ তাদের জালে আগে কখনো ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই মাছটির ওজন প্রায় ৪ মণ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ গণ্মাধ্যমকে জানান, ব্লাক মার্লিন মাছ সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে দেখা যায় না। এ মাছ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরেও কমসংখ্যক দেখা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply