রোববারের মধ্যেই কাবুলে আরও একটি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় জড়িতদের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন বাইডেন। ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জনের মৃত্যু হয় ওই বিস্ফোরণে। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহার অভিযানের শেষ দিকে দেশটি। এই মুহূর্তে ৪ হাজারের মতো মার্কিন সেনা রয়েছে আফগানিস্তানে। শেষ দিনগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। রাজধানীতে চেক পয়েন্ট বাড়িয়েছে তালেবান।
বার্তাসংস্থা এপি জানায়, বিমানবন্দরের পথে যাওয়া বেশিরভাগ আফগান নাগরিককেই আটকে দেয়া হচ্ছে। উদ্ধার অভিযান শেষ করেছে বেশিরভাগ দেশই। শনিবার ইতালির সবশেষ ফ্লাইট ছেড়ে যায় আফগানিস্তান।
এনএনআর/
Leave a reply