ইতালি উপকূলে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ইতালি উপকূলে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে ইতালি উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশীকে। শনিবার দেশটির কোস্টগার্ড উদ্ধার করে তাদের।

ছোট মাছ ধরার নৌকায় গাদাগাদি করে ল্যাম্পাডুসা উপকূলের দিকে যাচ্ছিলেন তারা। উদ্ধারকৃতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। লিবিয়া থেকে রওয়ানা দিয়েছিলো অভিবাসন প্রত্যাশীদের দলটি।

একইদিন ল্যাম্পাডুসা উপকূল থেকে আরও শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে স্পেনের উদ্ধারকারী দল। তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করছিল তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply