আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল গাজা

|

আবারও উত্তাল গাজা। ছবি: সংগৃহীত

কয়েকদিন যাবৎ আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল গাজা। রোববারও, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন- হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর আহত কমপক্ষে ৫ জন। দুই সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় বিক্ষোভ-করছে ফিলিস্তিনিরা। কিন্তু শনিবার প্রথমবারের মতো রাত্রিকালীন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে হামাস মদদপুষ্ট মানবাধিকারকর্মীরা। তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারে- এমন অভিযোগ ইসরায়েলি সেনাদের। তাতে সীমান্ত এলাকার অনেক জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। জবাবে ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে সেনারা।

ইসরায়েলি বাহিনীর গুলিতে গত সপ্তাহে দুই কিশোরসহ প্রাণ হারান কমপক্ষে ৪ জন, আহত হন অর্ধ-শতাধিক। মূলত: অবৈধ বসতি নির্মাণ বন্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতেই ফিলিস্তিনিদের এ আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply