ডেঙ্গুজ্বরের ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে নতুন ধরন ডেন-থ্রি’র তথ্য পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর।
রোববার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান বলেন, ঢাকার একটি হাসপাতালের ২০ জন রোগীর ডেঙ্গুভাইরাস নমুনা নিয়ে কাজ করে, শতভাগ ডেন-থ্রির অস্তিত্ব পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজির বিশেষজ্ঞ ডা. সাইফুল্লাহ জানান, নতুন ধরনের ভাইরাসের কারণেই গত তিন বছরে এটা ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে, দ্বিতীয়বার কেউ ডেঙ্গু আক্রান্ত হলে তাদের অবস্থার অবনতি হয়। দ্রুত দেশের সব হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সের ঘোষণা দিয়েছে বিসিএসআইআর।
Leave a reply