আফগানিস্তানের রেডিওতে সঙ্গীত ও নারীকণ্ঠের উপর নিষেধাজ্ঞা

|

ছবি: সংগৃহীত

ক্ষমতা দখলের দুই সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের রেডিওতে সঙ্গীত এবং নারীকণ্ঠের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের দক্ষিণের অঞ্চল কান্দাহারের শীর্ষস্থানীয় একটি রেডিও চ্যানেলের নিয়ন্ত্রণ নেয়ার পর এই ঘোষণা দেয় তালেবান।

রোববার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, শনিবার রেডিও স্টেশনটি দখল করে তালেবান। এরপর প্রকাশিত একটি ভিডিওতে বলা হয়, রেডিও স্টেশনটির নাম বদলে রাখা হয়েছে ভয়েস অব শরিয়া।

ভিডিওটিতে তালেবান সদস্য বলেন, রেডিও স্টেশনের কর্মীরা সবাই সেখানে উপস্থিত আছেন। খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং কোরআন নিয়ে আলাপচারিতা হবে এখন থেকে রেডিওতে।

এপি জানিয়েছে, রেডিওতে আর কোনো সঙ্গীত প্রচারিত হবে না।

তবে রেডিও স্টেশনের পূর্বের কর্মীদের বের করে দেয়া হয়েছে কিনা বা তারা আবার কর্মস্থলে আসার সুযোগ পাবেন কিনা তা পরিষ্কার হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply