নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকায় কয়েকটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বিলাসনগর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জেলা পরিষদের বিপরীত পাশে বিলাসনগর এলাকায় গড়ে উঠা কয়েকটি গার্মেন্টসের ওয়েস্টেজ (ঝুট) গোডাউনে আগুনের সূত্রপাত্র হয়। মুহূর্তেই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এনএনআর/
Leave a reply