কাবুল বিমানবন্দরে নিহত ১৩ মার্কিন সেনাকে বাইডেনের শ্রদ্ধা

|

কাবুলে নিহত ১৩ মার্কিন সেনা সদস্যকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট বাইডেন।

কাবুল বিমানবন্দরে চালানো হামলায় নিহত ১৩ মার্কিন সেনাকে শেষ শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে সেনা সদস্যেদের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল রোববার (২৯ আগস্ট) নিহত ১৩ সেনা সদস্যের দেহাবশেষ আনা হয় যুক্তরাষ্ট্রে।

নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে তাদের কফিনগুলো ঢাকা ছিলো যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায়। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি।

গৎ সপ্তাহে, কাবুল বিমানবন্দর এলাকায় ঘটানো দুই দফা বিস্ফোরণে প্রাণ হারান এ ১৩ মার্কিন সেনা। যাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা মূলত আফগানিস্তান থেকে মার্কিনী এবং ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের উদ্ধারে সহযোগিতা করছিলেন। ঐ হামলায় মৃত্যুবরণ করেন সর্বমোট ১৭০ জন।

ইতোমধ্যে, এসব হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-কে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply