কবর নিয়ে অর্বাচীনের মত বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা: জাফরুল্লাহ চৌধুরী

|

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি।

কবর নিয়েও রাজনীতি চলছে, অর্বাচীনের মত বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা। তাদের মুখে জিয়ার কবরে ডিএনএ টেস্টের কথা অবান্তর। যার যতটুকো প্রাপ্য তাকে সেই পরিমাণ শ্রদ্ধা করতে হবে। প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (৩১ আগস্ট) মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ বলেন, অর্বাচীনের মত বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা। তাদের মুখে জিয়ার কবরে ডিএনএ টেস্টের কথা অবান্তর। যার যতটুকু প্রাপ্য তাকে সেই পরিমাণ শ্রদ্ধা করুন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, জাতীয় সংসদ ভবন এলাকার লুই আইকানের নকশা কোরআনের বানি নয়। জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান ক্ষমতাসীনদের প্রতি।

রাজনীতিতে শেখ হাসিনার আয়ু শেষ, তাই দায়িত্ব শেখ রেহানার হাতে দিয়ে বিশ্বরাজনীতিতে অবদান রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী। শেখ রেহানাকে ক্ষমতায় আসার সুযোগ দেয়ারও দাবি করেন তিনি। অন্যদিকে তারেক রহমানকে সরে গিয়ে বেগম জিয়ার নাতনি জাইমা রহমানকে দলের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানান বিএনপির প্রতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply