Site icon Jamuna Television

পাইলট নওশাদ আর নেই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম মৃত্যুবরণ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম আর নেই। ক্যাপ্টেন নওশাদ ভারতের নাগপুরের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব নাগপুরের হাসপাতালটির বরাতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া বাংলাদেশে বিমানের ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। পরে নিকটবর্তী নাগপুর এয়ারপোর্টৈ বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়।

/এসএইচ

Exit mobile version