দেশে আজও করোনাভাইরাসে মৃত্যুর ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা একশ’র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৬ হাজার ১০৯ জনের। এদিকে গতকালের চেয়ে কমেছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১২.০৭ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। আর এই সময় ব্যবধানে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ১৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী ৪৯ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a reply