ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে চায় ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করতে চায় ইসরায়েল। রোববার (২৯ আগস্ট) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতে এ কথা বলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গাটজ।

এক দশকে প্রথমবারের মতো দু’পক্ষের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো পশ্চিম তীরের রামাল্লায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরপরই ফিলিস্তিন সফরে গেলেন গাটজ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাটজ বৈঠকে আব্বাসকে বলেন, ফিলিস্তিনের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসরায়েল। তারা পশ্চিম তীর এবং গাজার নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে উত্থাপিত বিষয়গুলো নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।

পরবর্তীতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দু’পক্ষ। বৈঠকের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply