বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে কাল থেকে মাঠে নামছে ইউরোপের বড় দলগুলো

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে কাল থেকে মাঠে নামছে ইউরোপের সব জায়ান্ট। যেখানে পর্তুগালের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নাটকীয় দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এই তারকাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। এদিকে ইংলিশ লিগের ৯ ফুটবলারকে রেখেই অনুশীলন শুরু করেছে ব্রাজিল।

নাটকীয় দলবদলে কৈশোরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রাজকীয় প্রত্যাবর্তনের সুখস্মৃতি আর ফুরফুরে মেজাজ নিয়ে এবার ভিন্ন মিশনে ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার দেশ পর্তুগাল লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচের অনন্য এক কীর্তি গড়ার সুযোগ সিআর সেভেনের সামনে। গোলের দেখা পেলেই গড়বেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি। ১০৯ গোল করে ইরানের আলী দাইয়ীর সঙ্গে বর্তমানে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড তার।

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে বি গ্রুপের শীর্ষ দল স্পেন। তবে দলে নেই রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার। অপেক্ষাকৃত তরুণদের নিয়েই স্কোয়াড সাজিয়েছেন কোচ লুইস এনরিকে। বৃহস্পতিবার সুইডেনের আতিথ্য নেবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে ক্যাম্পে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। ক্যাম্পে নেই ইংলিশ লিগে খেলা ৯ ফুটবলার। বিকল্প হিসেবে নতুন ৯ ফুটবলারকে দলে নিয়েছেন কোচ তিতে। সাও পাওলোতে প্রথম দিনের অনুশীলনে অবশ্য ছিলেন না দলের তারকা ফুটবলার নেইমার। ৫ বছর পর ডাক পেয়েছেন স্ট্রাইকার হাল্ক।

ব্রাজিলের ডিফেন্ডার গুইলহারমে আরানা জানান, যোগ্যরাই দলে ডাক পেয়েছে। ক্লাবের হয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। দলে সুযোগ পেয়ে আমিও উচ্ছ্বাসিত।

শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply