গাড়িতে আগুন ও পথে বিস্ফোরক ফেলে পালায় ব্রাজিলের ব্যাংক ডাকাত দল

|

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রকেও হার মানালো ব্রাজিলের এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি। এ ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। যার মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা এবং একজন ডাকাত দলের সদস্য।

স্থানীয় প্রশাসন জানায়, রোববার (২৮ আগস্ট) মধ্যরাতে কমপক্ষে ১০টি গাড়িতে ২০ জনের একটি দল হানা দেয় আরাকাতুবা শহরের কয়েকটি ব্যাংকে। অর্থ লোপাটের পর, সাধারণ মানুষকে জিম্মি করে পালিয়ে যায় তারা। এমনকি, গাড়িতে আগুন ধরিয়ে এবং পথে বিস্ফোরক ফেলে যায়। যেনো কেউ আতঙ্কে তাদের পিছু না নেয়।

এ ঘটনার পরই গোটা শহরে অভিযান শুরু করে পুলিশ। আটক করা হয় ডাকাতির সাথে জড়িত সন্দেহভাজন দু’জনকে। তবে কতো টাকা লুট হয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রশাসন জানায়, ড্রোনের মাধ্যমে আগে থেকেই নিরাপত্তা রক্ষীদের ওপর নজর রাখছিলো ডাকাতরা।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রাজিলের দুই ব্যাংকে ডাকাতি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply