ষ্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়াকে (২২) আগুনে ঝলসে দিয়েছিল পাষণ্ড স্বামী জাহাঙ্গীর। মঙ্গলবার বিকেলে এনায়েতপুরে এই ঘটনা ঘটে। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ভোররাতে মারা যায় সোনিয়া।
এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর পালাতক রয়েছে।
সোনিয়া রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে এবং খামার গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের স্ত্রী। ২০১৪ সালে প্রেম করে তাদের বিয়ে হয়।
স্থানীয়রা জানান, পাবিবারিক বিরোধেরে জেরে সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী জাহাঙ্গীর। সোনিয়ার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধা করে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে সোনিয়াকে ঢাকায় নেয়ার পথে ভোর রাতে সে মারা যায়। এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি স্বামী জাহাঙ্গীরসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a reply