ভারতে ফিরে আত্মসমর্পণ করতে চান দাউদ ইব্রাহিম

|

১৯৯৩-এর মুম্বই সিরিজ বোমা হামলার মূল হোতা ও ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম আত্মসমর্পণ করতে চান। তার আইনজীবী শ্যাম কেসওয়ানি এমনটাই জানিয়েছেন।

মঙ্গলবার মহরাষ্ট্রের থানে আদালতের বাইরে কেসওয়ানি জানিয়েছেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ যে শর্তগুলি রেখেছে, তার মধ্যে একটি হলো যে, তাকে মুম্বইয়ের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে।

তবে কেসওয়ানির এই দাবিকে দাউদের পুরানো স্টাইল বলে নাকচ করে দিয়েছেন সরকারি প্রসিকিউটর উজ্জ্বল নিকম। কিছুদিন আগেই বিশিষ্ট আইনজীবী রাম জেটমালানিও দাবি করেন যে, দাউদ তাঁকে ভারতে এসে আত্মসমর্পণের কথা বলেছেন।

দাউদ ইব্রাহিমকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধী ধরা হয়। ২০০৩-এ আমেরিকা তাকে আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করে। ইন্টারপোলও তার হদিস চায়। ২০১১-তে ফোর্বস দাউদকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের তালিকায় রাখে।

১৯৯৩-এর ১২ মার্চ মুম্বইয়ের ১৩ জায়গায় বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিনশ জনের মৃত্যু হয়। এই হামলার পিছনে দাউদের হাত ছিল বলে মনে করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply