Site icon Jamuna Television

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দিলো স্বামী

প্রতীকী ছবি।

স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তা নিয়েই ওই দম্পতির মধ্যে বিবাদ শুরু হয়। স্ত্রীকে জব্দ করতে অনলাইনে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন স্ত্রী।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার উত্তর বরুণী এলাকায়। অভিযুক্ত স্বামীকে খুঁজছে দেগঙ্গা থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর বাপের বাড়ি শাসন থানার খামার এলাকায়। তার সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় দেগঙ্গার উত্তর বরুণী এলাকার আনিসুল শেখের। বিয়ের পর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল আনিসুলের। যা নিয়েই স্ত্রীর সাথে বিবাদ ছিল। স্ত্রীকে জব্দ করতে তার গোপন মুহূর্তের ছবি অনলাইনে ছড়িয়ে দেন আনিসুল। তার পর পালিয়ে যান মুম্বাইয়ে। বর্তমানে সেখানেই তিনি আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

অনলাইনে তার ছবি ছড়িয়ে পড়েছে জানতে পেরে আত্মহত্যা করার চেষ্টা করেছেন ওই গৃহবধূ। প্রতিবেশীদের তৎপরতায় প্রাণ বাঁচে তার। এই ঘটনার পর থেকে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন তিনি।

সোমবার রাতে বাবাকে সাথে নিয়ে গিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযুক্ত স্বামীর খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version