Site icon Jamuna Television

বিয়ের দাবিতে বিষের বোতল ও ছুরি হাতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পলাতক

প্রেমিকের বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা।

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিষের বোতল ও ছুরি নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বড় বোনের বাড়িতে অবস্থান করছেন এক মাদরাসা ছাত্রী (২০)। প্রেমিকা আসার খবর পেয়েই প্রেমিক রুহুল আমিন পালিয়ে গেছেন।

সোমবার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিক থেকে উপজেলার কৈলাটি ইউনিয়নের পাই পুকুরিয়া গ্রামের রুহুল আমিনের ভগ্নিপতি সেলিমের ঘরে অবস্থান করছেন ওই ছাত্রী।

প্রেমিক রুহুল আমিন কলমাকান্দা উপজেলার মই পুকুরিয়া গ্রামের কালাচাঁন খাঁর ছেলে। তিনি পাই-পুকুরিয়া গ্রামের বড় বোন সেলিমের বাড়িতেই বসবাস করেন। পার্শ্ববর্তী বোবাহালা বাজারে পোশাক ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তার।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ভোরে সেলিমের বাড়িতে গিয়ে দেখা যায়, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাসিন্দা ওই প্রেমিকা রুহুল আমিনের ভগ্নিপতির ঘরে আছেন। এ সময় তিনি জানান, প্রায় তিন বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে রুহুল আমিনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ সময় তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্প্রতি রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দিলে সে তালবাহানা শুরু করে। যে কারণে বাধ্য হয়ে সে এই বাড়িতে বিষের বোতল ও ছুরি নিয়ে অবস্থান করছে।

এর আগে থেকেই তিনি সেলিমের এই বাড়ি চিনতেন রুহুল আমিনের মাধ্যমে। তিনি আরও বলেন, আমি কোনো মামলা করব না। হয় রুহুল আমিন আমাকে বিয়ে করবে। নয়তো আমি আত্মহত্যা করবো।

অভিযুক্ত প্রেমিক রুহুল আমিনের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।

এ বিষয়ে কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল ভূঁইয়া বলেন, এই বিষয়টি আমি শুনেছি তবে বিস্তারিত কিছু জানি না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ খান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এটার সমাধান দিতে পারলে খুবই ভালো হয়। তারা সমাধান দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এস এন

Exit mobile version