তালেবানের প্রশংসা করে তোপের মুখে আফ্রিদি

|

তালেবান শাসনের পক্ষে কথা বলে তোপের মুখে আফ্রিদি। ছবি: সংগৃহীত

তালেবানের প্রশংসা করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। নতুনভাবে তালেবান এসেছে ইতিবাচক মানসিকতা নিয়ে, আফ্রিদি এ কথাটি বলার পরই নেটিজেনদের সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন তিনি।

অযাচিত মন্তব্যের জন্য খ্যাত আফ্রিদি সম্প্রতি একটি ভিডিওতে বলেন, তিনি বিশ্বাস করেন তালেবান ক্ষমতায় আসলে তেমন কোনো ক্ষতি হবে না আফগানিস্তানের ক্রিকেটের। কারণ তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে। নারীরা কাজের পাশাপাশি রাজনীতিতে ঢোকার সুযোগ পাচ্ছে।

আফ্রিদির এভাবে তালেবানের পক্ষ নেয়া পছন্দ করেনি অনেকেই। ইন্টারনেটে অনেকেই আফ্রিদির দিকে ছুঁড়ে দিচ্ছেন সমালোচনা ও তাচ্ছিল্য। কেউ বলছেন, আফ্রিদির উচিত এখন তালেবান লিগ চালু করা। কেউ বলছেন, তালেবান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আফ্রিদি। কেউ বলছেন, নারীদের ‘সুযোগ’ দেয়ার এই ধারণাটাই মহা বিরক্তিকর!

তালেবানের পক্ষ নিয়ে আফ্রিদির মন্তব্যের জবাবে নেটিজেনদের টুইট। ছবি: সংগৃহীত

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিল তালেবানের পক্ষ নিয়ে।

/এমই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply