বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চে ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা বিভিন্ন যান ও পায়ে হেঁটে জনসভাস্থলে এসে জড়ো হচ্ছেন। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করছেন।
দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হবে। এ জনসভায় ১৯৭১ সালের ৭ মার্চের আদলেই জনসমুদ্রের পুনরাবৃত্তি করতে চায় দলটি। সমাবেশে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন। রাজধানী ছাড়াও ঢাকা বিভাগের সব জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিচ্ছেন জনসভায়।
গাড়িতে বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে সমাবেশস্থলে আসছেন অনেকে। সবার হাতে রয়েছে ব্যানার-ফেস্টুন। অনেকের গায়ে একই রঙের টি-শার্ট, মাথায় একই রঙের ক্যাপ শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে উদ্যান এলাকা।
Leave a reply