ডিসিদের মামলার তথ্য চাওয়া নিয়ে মন্তব্য করা হবে না: বেনজীর

|

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

জেলা প্রশাসকদের পুলিশ সুপারের কাছে দৈনন্দিন মামলা-জিডির তথ্য চাওয়া নিয়ে কথা বলে বিভ্রান্তি তৈরি করতে চাই না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পুলিশের নিউজ পোর্টাল ‘পুলিশ নিউজের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিদর্শক বলেন, পুলিশের কেউ ভালো কাজ করলে তাদের পুরস্কার দেয়া হয়। আবার খারাপ কিছু করলে শাস্তি দেয়া হয়। এটা খুবই স্বাভাবিক ব্যবস্থা। আর কেউ যদি বেশি খারাপ কিছু করে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মহাপরিদর্শক।

বেনজীর আহমেদ আরও বলেন, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সব তথ্য জনগণের কাছে পৌঁছাতে পুলিশ নিউজ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply