পেরুতে বাস খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জনের মৃত্য হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দেশটির পাহাড়ি এলাকা মাতুকানায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতরা সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দুর্ঘটনার আগে চালককে ঘুমে আচ্ছন্ন অবস্থায় দেখে তাকে বাস থামাতে অনুরোধ করেন যাত্রীরা। কিন্তু, চালক বাস না থামালে এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পেরুর পাহাড়ি এই অঞ্চলটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ সড়ক ও ফিটনেসবিহীন গাড়িকেই এসব দুর্ঘটনার জন্য দায়ী করছেন অনেকে। এর আগে, গত শুক্রবার অপর এক বাস দুর্ঘটনায় শহরটিতে ১৬ জন নিহত হন।
/এস জেড
Leave a reply