বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসরের ঘোষণাকে সম্পূর্ণ অপেশাদারসুলভ আচরণ হিসেবে অবিহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন।
বোর্ড সভাপতি বলেন, অনেক আলাপ আলোচনার পরে মাহমুদউল্লাহকে যখন টেস্টে অন্তর্ভুক্ত করার পর সে খেলতে গিয়ে ঘোষণা করলো টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের কথা। এটি আমার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। এটা আমি কল্পনাই করতে পারি না। সিরিজ চলার সময়ে কারও সাথে কিছু না বলে এ ধরনের ঘোষণা সম্পূর্ণ অপেশাদারসুলভ আচরণ।
তিনি আরও বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট স্কোয়াডে ছিল না। আমি তাকে দুইবার বাসায় ডেকে জিজ্ঞেস করেছি যে সে টেস্ট খেলতে আগ্রহী কিনা। এবং প্রতিবারই মাহমুদউল্লাহ জানিয়েছে, সে টেস্ট খেলার জন্য খুবই আগ্রহী। কে কোন ফরম্যাটে খেলতে চায় এমন প্রশ্নের জবাবে, মাহমুদউল্লাহ জানিয়েছিল, তাকে যদি স্কোয়াডে রাখা হয় তবে টেস্ট খেলতে সে আগ্রহী। এরপর মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা অপ্রত্যাশিত।
এর মাঝে বোর্ড আরও বলেন, মাহমুদউল্লাহ টেস্ট ফরম্যাটের জন্য দারুণ উপযোগী একজন খেলোয়াড়। এমনকি তিন ফরম্যাটের মধ্যে টেস্টের জন্যই মাহমুদউল্লাহকে সেরা মনে করি আমি।
Leave a reply