ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার বাড়ির সামনের ইস্কান্দারিয়া মাদরাসা প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। একই স্থানে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগও দলীয় কর্মসূচি ঘোষণা করে। দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি রাখায় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সভাস্থলে উপস্থিত হয়ে সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেন।
ফেরদৌসী বেগম বলেন, বুধবার বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বিএনপির ৪৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কথা ছিল। একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগও একটি সভা আহবান করে। দুইটি দলের সভা ঘোষণার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই এখানে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং করা যাবে না। আমরা সভাস্থল এলাকায় গিয়ে ১৪৪ ধারা জারি করেছি।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বলেন, দলের সাংগঠনিক বিষয়ে স্ব-স্ব ইউনিয়নে আলোচনা সভা ছিল। তারই ধারাবাহিকতায় সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের ইস্কান্দারিয়া মাদরাসার প্রাঙ্গণে
আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। প্রশাসনের ১৪৪ ধারা জারি করার কারণে সভা স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মজুমদার জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে এবং প্রশাসনকে ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এলাকা এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর গ্রামে। তিনি ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম-ছাগলনাইয়া) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
/এস এন
Leave a reply