ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

|

ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে ৯ কোটি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। বিকেলে শাহজালাল বিমান বন্দরে কোভেক্সে আওতায় যুক্তরাষ্ট্রের দেয়া ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গ্রহণের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব আরও বলেন, চলতি মাসেই ২ থেকে আড়াই লাখ মানুষকে টিকা দেয়া হবে। এছাড়াও কোভেক্সর আওতায় এ মাসেই আরো ৫০ লাখ ফাইজারের টিকা পাওয়ার আশা করছেন তিনি। পাশাপাশি সরকার দ্রুত সময়ে আরো চার হাজার ডাক্তার নিয়োগ দেবে বলেও জানান স্বাস্থ্য সচিব।

টিকা গ্রহণের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, করোনা মহামারি মোকাবেলায় আমেরিকা ও বাংলাদেশে একসাথে লড়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply