পানশির ঘিরে ফেলার দাবি তালেবানের; সমঝোতার ডাক

|

পানশির ঘিরে ফেলার দাবি তালেবানের; সমঝোতার ডাক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তালেবানের দখলমুক্ত একমাত্র প্রদেশ পানশির ঘিরে রেখেছে তালেবান। বুধবার এমন দাবি জানিয়ে প্রতিরোধ বাহিনীর প্রতি সমঝোতার আহ্বান জানিয়েছেন গোষ্ঠীর এক শীর্ষ নেতা।

পানশিরের বাসিন্দাদের উদ্দেশ্যে দেয়া রেকর্ডকৃত এক ভাষণে, বিরোধীদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানান তালেবান নেতা আমির খান মোত্তাকি। বলেন, বেশ কয়েকবারই পানশিরের নেতাদের সাথে আলোচনার চেষ্টা করেছে তালেবান। তবে কোনো ফল আসেনি।

উপত্যকার পশ্চিমাঞ্চলীয় প্রবেশপথে সংঘাতে একদিন আগেই প্রাণ যায় কমপক্ষে ৮ তালেবানের।

আফগানিস্তানে পানশির উপত্যকাই একমাত্র প্রদেশ যা দখল করতে পারেনি তালেবান। তবে লড়াই চলছে স্থানীয় মিলিশিয়াদের সাথে। সাবেক মুজাহিদিন কমান্ডারের ছেলে আহমদ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার সদস্যের তালেবান বিরোধী বাহিনী গড়ে উঠেছে সেখানে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply