বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এনএসআই ও পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষ ও চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া নিয়োগ পত্র দেয়ার সময় গ্রেফতার করা হয় তাদের।
প্রতারকরা হলেন, মো. মানিক চাদ রাজ ও আখি আক্তার। তাদের কাছ থেকে ৮টি ভুয়া নিয়োগপত্র, সাংবাদিক ও দুদক কর্মকর্তার কয়েকটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণায় ব্যবহৃত ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, চেক ও চেকবই এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এনএনআর/
Leave a reply