Site icon Jamuna Television

হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু

ছবি: প্রয়াত বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা যায়, ঘুমের আগে তিনি একটি ওষুধ খেয়েছিলেন। এরপরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। সেই ধারাবাহিকের নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে।

২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভাট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শোতেও সঞ্চালক হিসেবে বেশ কিছু দিন কাজ করেছিলেন সিদ্ধার্থ। এরপর ২০১৯ সালে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন সিদ্ধার্থ। সেই সময় তাকে নিয়ে প্রবল চর্চা হয়। সেই রিয়্যালিটি শোয়ে জয়ী হয়েছিলেন তিনি।

এনএনআর/

Exit mobile version