বাড়ি থেকে ফিলিস্তিনি শিশুদের নানা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গতকাল বুধবার পশ্চিমতীরের বেথেলহেমের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে চার স্কুলছাত্রকে তুলে নিয়ে যায় তারা।
অপহৃত স্কুলছাত্ররা সকলেই বেথেলহেম শহরের আল-মাহাদ স্কুলের ছাত্র। অপহৃত শিক্ষার্থীরা হলো, ইউসুফ জামাল আল-হারিমি (১৫), আদম আয়াদ (১৫), মনসুর সালেহ ফরাজ (১৬) ও ঈসা মুহাম্মদ জরিনা (১৭)। খবর মিডলইস্ট আইয়ের।
স্কুলছাত্র ইউসুফ জামালের বোন মানার আল-হারিমি সাংবাদিকদের জানান, গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টায় বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় তাদের পরিবারের সবাই প্রচণ্ড ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন।
এ সময় আমাদের বাবা বাড়িতে ছিলেন না। তারা বাড়িতে ঢুকে আমার ভাইকে ধরে নিয়ে যায় এবং তার মায়ের কাছ থেকে একটি কাগজে সই নিয়ে যায়। সেখানে লেখা ছিল, আটকের সময় শিশুটি সুস্থ ছিল এবং ঘরে তল্লাশির সময় কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়নি।
একইভাবে অন্য শিশুদের অভিভাবকদের কাছ থেকেও জোর করে এ ধরনের কাগজে সই নিয়ে যায় ইসরায়েলি সেনা সদস্যরা।
আন্তর্জাতিক আইনকানুনের পরোয়া না করে ফিলিস্তিনি শিশুদের এভাবে বাড়ি থেকে আটক করার নিন্দা জানিয়েছেন বেথেলহেম নিবাসী ফিলিস্তিনিরা।
/এসএইচ
Leave a reply