আজই ‘ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের’ নতুন সরকার ঘোষিত হতে পারে

|

তালেবান মন্ত্রীসভা গঠন।

তালেবান মুখপাত্র আহমেদ উল্লাহ মোত্তাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এনিয়ে কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দেশটির বেসরকারি টিভি চ্যানেল- টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সরকার ঘোষিত হবে কিনা সেটি চূড়ান্ত নয়। তবে শিগগিরই মন্ত্রিসভা ঘোষণা করবে তালেবান।

জানা গেছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকবেন তালেবান প্রধান হেবায়েত উল্লাহ্ আখুনজাদা। তাঁর ডেপুটি থাকবেন তিনজন। তারা হলেন শীর্ষ নেতা মোল্লাহ্ আবদুল গনি বারাদার, প্রভাবশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং প্রয়াত নেতা মোল্লা ওমরের ছেলে মৌলভী ইয়াকুব।

এছাড়া, মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব পাবেন দেশে ফেরা অন্যান্য তালেবান নেতারা। শোনা যাচ্ছে, দেশ পরিচালনায় রাখা হতে পারে অভিজ্ঞ রাজনীতিকদেরও। সবার অংশগ্রহণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের জন্য বারবারই তাগিদ দিচ্ছে আন্তর্জাতিক মহল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply