কাবুল বিমানবন্দর সংস্কারে কাজ করবে কাতার

|

কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহম্মদ বিন আবদুল রহমান আল থানি।

সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের পর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দর। এটিই এই মুহুর্তে বিশ্বের সাথে আফগানিস্তানের যোগাযোগের একমাত্র মাধ্যম। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর সংস্কারপূর্বক এটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলতে তালেবানকে সহায়তা করবে কাতার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।

কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহম্মদ বিন আবদুল রহমান আল থানি এক বিবৃতিতে বলেন, আমরা বিমান বন্দরের সংস্কার নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমরা আশাবাদি যে খুব শীঘ্রই বিমান বন্দরটি আবারও ব্যবহারের উপযুক্ত হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আপনাদেরকে ভাল খবর দিতে পারবো আশা করি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এ সময় আফগানিস্তান থেকে আমেরিকা যাওয়ার আসায় বিমান বন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো আফগান। জানা গেছে, বিমান বন্দরটি এখন আর একদমই ব্যবহারের উপযুক্ত নেই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply