বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। আজ বুধবার দুপুর ৩ টার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে কারাগারে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ছাড়াও কারাগারে প্রবেশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদসহ আরও সিনিয়র নেতারা।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর দলীয় নেতাদের সঙ্গে এটাই খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎ। এর আগে খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা দেখা করেছিলেন।
Leave a reply