পোল্যান্ডে বিষাক্ত মাশরুম খেয়ে আফগান উদ্বাস্তুর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

বিষাক্ত মাশরুম খেয়ে পোল্যান্ডে পাঁচ বছরের এক আফগান উদ্বাস্তু শিশু মৃত্যু হয়েছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর শিশুটির পরিবার পোল্যান্ডে আশ্রয় নিয়েছিল। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা যায়, মৃত শিশুটির ভাইও এই বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে তার লিভার ট্রান্সপ্লান্ট করা হয়।

শিশুটির পরিবার গত ২৩ আগস্ট পোল্যান্ডে পৌঁছানোর পর ওয়ারশের পার্শ্ববর্তী একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এর পরদিনই তারা মাশরুম খেয়ে অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও ১৭ বছর বয়সী আরেক আফগান কিশোরী ওই বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাকেও হাসপাতালে নেয়া হয়েছিল তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ছাড়েন।

পোলিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, আক্রান্তরা ক্যাম্পের পাশের একটি জঙ্গল থেকে মাশরুমগুলো সংগ্রহ করে স্যুপ তৈরি করে। সেই স্যুপ খেয়েই সবাই আক্রান্ত হয়।

প্রসঙ্গত, পোল্যান্ড সেনাবাহিনী আফগানিস্তানে ন্যাটোর হয়ে কাজ করেছিল এমন হাজারের বেশী আফগানকে উদ্ধার করে নিজেদের দেশে আশ্রয় প্রদান করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply