কাবুল বিমানবন্দরে ফের বিমানের গর্জন

|

কাবুল বিমানবন্দরে ফের বিমানের গর্জন

ছবি: সংগৃহীত

মার্কিন সেনা চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের রানওয়েতে আবার শোনা গেল বিমানের গর্জন। তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকির এক টুইটে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি সামরিক বিমান দেখা যায়।

গত সোমবার যুক্তরাষ্ট্রের শেষ বিমানটি কাবুল ছেড়ে যায়। এরপর বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করতে দেখা যায়নি। দীর্ঘ ২০ বছর ধরে বিদেশি বাহিনী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করে আসলেও এখন তা পুরোপুরি তালেবানদের নিয়ন্ত্রণে।

ওই ছবিতে দেখা যায়, কাতারের সামরিক বাহিনীর একটি বিশাল বিমান রানওয়েতে অবস্থান করছে। তালেবান কর্তৃপক্ষ আশা করছে, অল্প সময়ের মধ্যেই বেসামিরক অংশ চালু করতে পারবে। আর সামরিক অংশ তারপরেই খুলে দেয়া হবে।

এদিকে কাবুল বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছে কাতার। বৃহস্পতিবার দোহায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি। বলেন, যত দ্রুত সম্ভব কাবুল বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply