নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠেছে টাইগাররা।
২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এক জয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
আজ দ্বিতীয় ম্যাচেও জিতলে অস্ট্রেলিয়াকে টপকে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪১। বর্তমান ষষ্ঠ স্থানে থাকা অজিদের রেটিং পয়েন্ট ২৪০।
এই সিরিজ থেকে আরও প্রাপ্তির সুযোগ আছে টাইগারদের। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে পঞ্চম স্থানে উঠবে তারা। তখন টাইগারদের রেটিং পয়েন্ট হবে ২৪৬। বর্তমানে ২৪৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
Leave a reply