পুরুষ ছাড়াই পানির ট্যাঙ্কে জন্ম নিলো ‘মিরাকল’ হাঙর

|

পুরুষ ছাড়াই পানির ট্যাঙ্কে জন্ম নিলো 'মিরাকল' হাঙর

ছবি: প্রতীকী

প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে চলেছে অসংখ্য বিস্ময়কর ঘটনা। সাধারণত আমরা সবাই জানি, সন্তান জন্মলাভের জন্য একজন নারীর পুরুষ সঙ্গ জরুরি। সেটা মানুষই হোক বা অন্য কোনো প্রাণী। কিন্তু সম্প্রতি কোনো পুরুষ প্রজাতি ছাড়াই একটি হাঙর জন্ম নিয়েছে। আর তার পরেই বিজ্ঞানী মহলে বইছে নানা আলোচনা।

টাইমস নাও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির সার্ডিনিয়ার একটি ট্যাঙ্কে গত ১০ বছর ধরে শুধু দুইটি মেয়ে প্রজাতির হাঙর রয়েছে। ১০ বছরের মধ্যে সেখানে কোনো পুরুষ হাঙর ছিল না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই হঠাৎ করে সেখানে হাঙর জন্ম নেয়ায় চিন্তিত বিজ্ঞানীরা।

জন্ম নেওয়া স্মুথ হাউন্ড শার্কটিও মেয়ে হাঙর। হাঙরটির নাম রাখা হয়েছে ইস্পারা। বিজ্ঞানীরা ধারণা করছেন, পার্থেনোজেনেসিস প্রজননের মাধ্যমে হাঙরটির জন্ম হয়েছে। এটি একটি অযৌন প্রজনন প্রক্রিয়া, যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।

অনেক বিজ্ঞানী আবার এই বাচ্চাটিকে মায়ের ক্লোন হিসাবেও ধারণা করছেন। তারা বড় হাঙ্গর দুটি ও বাচ্চাটিকে ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply