ফের উত্তাল গাজা, গুলিতে ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত

|

সংগৃহীত ছবি

ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ-গোলাগুলিতে ফের উত্তাল গাজা উপত্যকা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি বিক্ষোভকারী।

এসময় এক শিশুসহ গুরুতর আহত হয় কমপক্ষে ১৫ জন। উপত্যকায় চলমান রাত্রিকালীন বিক্ষোভের জেরে সীমান্তে জমায়েত হয় হাজারো বিক্ষোভকারী। টায়ার জ্বালিয়ে ও পাথর ছুড়ে বিক্ষোভ করেন তারা। এসময় তাদের ওপর হামলা করে ইসরায়েলি বাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভে অস্থিতিশীল গাজার পরিস্থিতি। এর আগে বিক্ষোভ বন্ধ না করলে হামলার হুঁশিয়ারি দেন ইসরায়েলি সেনা প্রধান। তবে বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ফিলিস্তিনিদের। গত সপ্তাহেও ইসরায়েলি সেনার গুলিতে এক বিক্ষোভকারী প্রাণ হারায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply