সুপারমার্কেটে ৬ জনকে ছুরিকাঘাত, সন্ত্রাসবাদীকে গুলি করে মারলো নিউজিল্যান্ড পুলিশ

|

নিউজিল্যান্ডের সুপারমার্কেটের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা। সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি সুপারমার্কেটে লম্বা ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন। হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন হামলাকারী।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, ঐ হামলাকারী সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের শাখা আইএসআইএলের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছিল, খবর আল জাজিরার।

হামলাকারীর পরিচয় জানা গেছে ইতোমধ্যেই। জাসিন্ডা জানান, তিনি শ্রীলঙ্কার নাগরিক। ২০১১ সালে নিউজিল্যান্ডে আসেন তিনি। তবে এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলে জানানো হয়েছে। ২০১৬ সাল থেকে আদালতের নির্দেশে ঐ ব্যাক্তি পুলিশের নজরদারিতে ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply