যুক্তরাষ্ট্রে নির্মাণাধীন ভবনের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত বিমান, পাইলটসহ নিহত ৪

|

বিধ্বস্ত ছোট বিমানটির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কানেক-টি-কাটে নির্মাণাধীন ভবনের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে একটি ছোট বিমান। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরোহীদের সবাই।

জানা গেছে, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। ভারসাম্য বজায় রাখতে না পেরে বিমানটি ধাক্কা খায় সুউচ্চ এক ভবনের সাথে। এ ঘটনায় মুহূর্তেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানে থাকা দুই পাইলট এবং দুই যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই নির্মাণ শ্রমিকও। পরে, আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply