ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল

|

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূঁইয়া রানার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

ফেজবুকে পোস্ট করা ভিডিওতে রহমত ভূঁইয়া রানাকে ইয়াবা সেবন করতে দেখা গেছে। তার পাশে এক যুবককে দেখা গেলেও তার চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে রহমত ভূঁইয়া রানার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন। পরে অবশ্য তিনি বলেন, সম্পূর্ণ শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। যে ভিডিওটি করেছে আমার সাথে ফোনে কথা বলেছিল। গতকাল দীর্ঘক্ষণ তার জন্য বসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর সে দেখা করেনি।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। রহমত ভূঁইয়া রানা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শিরাজুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply