হীরার খনির বর্জ্য পদার্থে কঙ্গোর ১২ নাগরিকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

অ্যাঙ্গোলায় একটি হীরার খনির বর্জ্য পদার্থের কারণে প্রাণ গেছে পার্শ্ববর্তী দেশ কঙ্গোর ১২ নাগরিকের। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।

কঙ্গো কর্তৃপক্ষ জানায়, গেলো জুলাইয়ে অ্যাঙ্গোলার ক্যাটোকা হীরার খনির একটি টানেলে ফাটল ধরে। সেখান থেকে বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক পদার্থ মেশে সংশ্লিষ্ট শিকাপা নদীতে। এই নদীটি প্রবাহিত হয়েছে কঙ্গোর ওপর দিয়ে। রাসায়নিক পদার্থের প্রভাবে নদীর পানি লাল রং ধারণ করে। বিষাক্ত ওই পানি ব্যবহার করায় কয়েকটি গ্রামের সাড়ে চার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন। প্রাণ যায় ১২ জনের।

এছাড়াও আশেপাশের বিভিন্ন জলাশয়ে এই রাসায়নিক পদার্থ মেশায় প্রচুর মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply