আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে আমাজন। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো দাবানলে পুড়ছে এই বন।
রয়টার্স জানায়, মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে বনের ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে। ফলে নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এ ঘটনার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করছেন পরিবেশবাদীরা।
বিভিন্ন সংস্থার দাবি, বলসোনারো ক্ষমতায় থাকাকালে তৃতীয়বারের মতো রেকর্ডসংখ্যক এলাকার বনাঞ্চল ধ্বংস হলো। আমাজন এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থানান্তর, কৃষি সম্প্রসারণ এবং কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এরপর থেকেই আমাজনের বিস্তীর্ণ এলাকা দাবানলের কবলে পড়ে।
এদিকে, আমাজনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply