যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৩

|

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে টানা বৃষ্টি ও বন্যায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

এর মধ্যে নিউইয়র্কের পরিস্থিতি সবচেয়ে খারাপ। আকস্মিক বন্যায় ইতিহাসের অন্যতম বিপর্যয়ের মধ্যে পড়েছে নিউইয়র্ক। ভেঙে পড়েছে পুরো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। বেশিরভাগ বাড়ির বেজমেন্ট পানিতে ভেসে গেছে। বিদ্যুতহীন অবস্থায় শহরের প্রায় ৮ হাজার মানুষ। সংকট দেখা দিয়েছে পানি ও ওষুধের। তলিয়ে আছে বেশিরভাগ সড়ক। ডুবে গেছে সাবওয়ে।

একই পরিস্থিতি অপর রাজ্য নিউজার্সিতে। এরইমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কয়েকটি এলাকায়। এসকল এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া বাসিন্দাদের।

এদিকে, কিছুটা উন্নতি হয়েছে লুইজিয়ানা পরিস্থিতির। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের পর সরবরাহ করা হচ্ছে পানি-খাবার। সড়ক মেরামত এবং ধ্বংস্তুপ সরিয়ে নেয়ার কাজও চলছে পুরোদমে। এ অবস্থায় রাজ্যটিতে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply